bangla news

বইমেলায় ‘উদ্যোক্তা ও উন্নয়নের রূপরেখা’ 

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০২-১৮ ৯:০৫:৪৮ এএম
অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান 

অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান 

অমর একুশে গ্রন্থমেলা থেকে: জাতীয় পর্যায়ে বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা কাজী সাজেদুর রহমানের ‘উদ্যোগ ও উদ্যোক্তা উন্নয়নের রূপরেখা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলায় বইটির মোড়ক উন্মোচন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খান, ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ফারুক হাসানসহ বিশিষ্ট জনেরা।

কাজী সাজেদুর রহমান বলেন, যারা ব্যবসা করতে চান, বইটি তাদের উদ্দেশ্যে লেখা হয়েছে। বইটিতে নিজের অভিজ্ঞতাগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

বইয়ের লেখক একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি ২০১৬ সালে বর্ষসেরা উদ্যোক্তা হিসেবে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার’ লাভ করেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এইচএমএস/এসআরএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিল্প-সাহিত্য বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db 2018-02-18 09:05:48