ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

প্রাণ-প্রকৃতি জাগানোর আহ্বানে সমগীতের বসন্ত উৎসব

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
প্রাণ-প্রকৃতি জাগানোর আহ্বানে সমগীতের বসন্ত উৎসব সমগীতের বসন্ত উৎসব

সময়ের ধারাবাহিকতায় আবারও বসন্ত এসেছে প্রকৃতিতে। দখল-লুণ্ঠনের হিংস্রতা-সহিংসতার শিকার আজ মানুষ-প্রকৃতি। এর বিপরীতে মানুষ ও প্রকৃতির মেলবন্ধনের প্রয়াসে বসন্ত উৎসবের আয়োজন করেছে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ।

সোমবার (পহেলা ফাল্গুন ১৪২৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৭) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় আয়োজিত হবে এ উৎসব।

জাগাও প্রাণ, প্রকৃতিগান এই ফাগুনে- আহ্বানে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ ঢাকা শাখার উদ্যোগে এবারের বসন্ত উৎসব উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

উদ্বোধন শেষে কলাভবনের সামনে থেকে একটি প্রকৃতিমঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর বসন্ত উৎসব মঞ্চে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এর যন্ত্র-সংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানে আদিবাসী নৃত্য পরিবেশন করবে হেংগরং শিল্পীগোষ্ঠী। গান পরিবেশন করবেন শিল্পী কফিল আহমেদ, কাজী কৃষ্ণকলি ইসলাম, গানের দল লীলা, জলের গান, সহজিয়া।

সবশেষে থাকবে সমগীত গানের দলের পরিবেশনা। এছাড়াও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।