ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

সাতক্ষীরায় রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবসে আলোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
সাতক্ষীরায় রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবসে আলোচনা

সাতক্ষীরা: সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার রবীন্দ্র সদনে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা জেলা শাখা এ সভার আয়োজন করে।

 

সভায় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক প্রশান্ত রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অ্যাডভোকেট সমরেশ ঘোষ, ড. বিমল কুমার বিশ্বাস, অধ্যাপক আছাদুল হক, অরুণ কুমার বিশ্বাস, ইবাদুল ইসলাম, মলিøক, জাকির হোসেন, কামরুজ্জামান, চন্দনা পোদ্দারসহ অনেকে অংশ নেন।  

অনুষ্ঠানে গান, কবিতা ও আলোচনার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন আদর্শ স্মরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।