bangla news
বিশেষ আয়োজন

২২শে শ্রাবণ ও বরষার পদাবলি

বিশেষ আয়োজন ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-০৮-০৬ ৩:৫৪:৩৭ এএম

এর মধ্যে বরষাবিদায়ের চিঠিও এসে গেছে। সবমিলিয়ে, কবি ও বরষাকে উৎসর্গ করে বাংলানিউজের শিল্প-সাহিত্য বিভাগ বিশেষভাবে আয়োজন করেছে ‘২২শে শ্রাবণ ও বরষার পদাবলি’র।

‘আজি রাজ-আসনে তোমারে বসাইবো হৃদয়মাঝারে
সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে...’

২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। ১৩৪৮ বঙ্গাব্দের (১৯৪১) এই দিনে এ কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক অন্যভুবনে পাড়ি জমান।  

এর মধ্যে বরষাবিদায়ের চিঠিও এসে গেছে। সবমিলিয়ে, কবি ও বরষাকে উৎসর্গ করে বাংলানিউজের শিল্প-সাহিত্য বিভাগ বিশেষভাবে আয়োজন করেছে ‘২২শে শ্রাবণ ও বরষার পদাবলি’র। এ আয়োজনে লিখেছেন বাংলাভাষার স্বনামধন্য কবি-সাহিত্যিকরা। 

লেখা পড়তে ক্লিক করুন লেখা বা লেখকের নামের উপর।

২২শে শ্রাবণ
যে শ্রাবণ ২২শে ঝরে... | সরোজ দরবার
তোমায় নতুন করে পাব ব’লে | অর্পিতা বন্দ্যোপাধ্যায়
আজি রাজ-আসনে তোমারে বসাইবো


বরষার পদাবলি (অক্ষরানুযায়ী সাজানো)
অনিতা দাস ট্যান্ডন
অরবিন্দ চক্রবর্তী
আব্দুল্লাহ আল মুক্তাদির
আলতাফ শাহনেওয়াজ
উজান
নওশাদ জামিল
পিয়াস মজিদ
মুক্তি মণ্ডল
মেসবা আলম অর্ঘ্য
যশোধরা রায়চৌধুরী
রাসেল রায়হান
রুহুল মাহফুজ জয়
রিমঝিম আহমেদ 
শিমুল সালাহ্উদ্দিন
শ্রীদর্শিনী চক্রবর্তী


বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এসএনএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-08-06 03:54:37