ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

ভারতীয় শ্রোতারা ভাবত আমি উন্মাদ: পণ্ডিত রবি শংকর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জুন ৭, ২০১১
ভারতীয় শ্রোতারা ভাবত আমি উন্মাদ: পণ্ডিত রবি শংকর

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি পণ্ডিত রবি শংকরের সাক্ষাৎকার নিয়েছে। এ মুহূর্তে তিনি ম্যানচেস্টারে রয়েছেন।

সাক্ষাৎকারটি বাংলানিউজের পাঠকের জন্য অনুবাদ করেছেন রানা রায়হান

কিভাবে শুরু করলেন?

রবি শংকর: ১৯৩০ সালে আমার দাদা উদয়ের (বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শংকর) ধ্রুপদী নৃত্যদলের সঙ্গে প্যারিসে যাই। সত্যি বলতে কী, নৃত্যশিল্পী হিসেবেই শুরু করি। তবে ধীরে ধীরে সঙ্গীতের প্রতি আকৃষ্ট হই।

আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কী?

রবি শংকর: সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁয়ের সঙ্গে আমার সাক্ষাৎ, আমার বয়স তখন ১৫।

যুক্তরাজ্যের ধ্রপদী সঙ্গীতের থেকে ভারতীয় ধ্রপদী সঙ্গীত আলাদা কোথায়?

রবি শংকর: যুক্তরাজ্যে ব্যক্তিবিশেষ সঙ্গীত কম্পোজ করে ও লেখে। ভারতীয় সঙ্গীত নির্দিষ্ট পরম্পরাশাসিত, একে রাগ বলা হয়। আমি যখন সরাসরি পারফর্ম করি, সঙ্গীতের ৯৫ শতাংশই তাৎক্ষণিক উদ্ভাবিত। দ্বিতীয়বারের পরিবেশনায় তা আর আগের মতো কখনোই  শোনায় না।

খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়?

রবি শংকর: বেশ, আমার বয়স এখন ৯১। আমি যদি এর সঙ্গে মানিয়ে চলতে না পারতাম, কখনোই বেঁচে থাকতাম না। তবে কিছু সময় গেছে অত্যন্ত কঠিন। আমি যখন জর্জ হ্যারিসনের (১৯৬৬) সঙ্গে কাজ শুরু করলাম, আমি একজন পপস্টারের মতো হয়ে গেলাম, যেখানেই যাই লোকজন আমাকে চিনে ফেলে। আমি কখনোই এটা পছন্দ করি না।

শিল্পের জন্য আপনাকে কী বিসর্জন দিতে হয়েছে?

রবি শংকর: আমার মনে হয় না আমি কিছু বিসর্জন দিয়েছি। তবে মনে হয়, জর্জ হ্যারিসনের সঙ্গে কাজ করতে গিয়ে আমার ভারতীয় ধ্রপদী শ্রোতাদের বঞ্চিত করেছি। আমি বিটলসের পঞ্চম সদস্য হিসেবে পরিচিতি পেয়েছিলাম। ভারতীয় শ্রোতারা ভাবত আমি উন্মাদ।

আপনার সবচেয়ে বড় অর্জন কী?

রবি শংকর: পশ্চিমা শ্রোতাদের ভারতীয় ধ্রুপদী সঙ্গীত বুঝতে সহায়তা করা। আমি যখন এখানে (ইংল্যান্ড) প্রথম বাজাতে শুরু করি, তখন এমনকি সমালোচকরা বুঝত না আমার সঙ্গীত। একদিন, মেডিসন স্কয়ার গার্ডেনের এক কনসার্টে অনুষ্ঠান শুরু আগে আমরা টিউনিং করছিলাম, তা শুনেই শ্রোতারা হাততালি দেওয়া শুরু করল। আমি বললাম, “এটা আপনাদের ভাল লাগলে, কনসার্টও উপভোগ করবেন। ”

কোন কোন শিল্পীর প্রশংসা করবেন আপনি?

রবি শংকর: সম্প্রতি লেডি গাগার কিছু মিউজিক ভিডিও দেখেছি। ওর নাট্যময়তার প্রশংসা করি। সে খুব মেধাবী পারফর্মার।

কোন শিল্পকর্ম আপনি নিজের করে রাখতে চান?

রবি শংকর: আমি মাতিস ও পিকাসোর শিল্পকর্ম অত্যন্ত পছন্দ করি। তবে এগুলো নিজের করে রাখার জন্য যে লাখো অর্থ দরকার তা আমার নেই। আর আমি শিল্পকর্ম নিজের করে রাখাকে ঠিক মনে করি না।

তরুণ সঙ্গীতজ্ঞদের উদ্দেশে আপনি কী উপদেশ দেবেন?

রবি শংকর: আমি তাদের উপদেশ দেব না, তাদের কাছ থেকে শিখব।

কোন ধরনের শিল্পের সঙ্গে আপনি আত্মীয়তা বোধ করেন না?

রবি শংকর: আভাঁ গার্দ, ইলেকট্রনিক মিউজিক আমার ভাল লাগে না। এগুলোয় আমার খুব বিরক্তি ঠেকে।

লোকজন আপনাকে কী জন্যে স্মরণ করলে আপনার ভাল লাগবে?

রবি শংকর: যদি আমাকে মানুষ মনে রাখেই, তবে তা যেন হয় আমার সঙ্গীতের জন্যই।  

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, জুন ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।