ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

ইত্যাদি এবারের মেলায় ৬০টি বই প্রকাশ করছে : আদিত্য অন্তর

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১
ইত্যাদি এবারের মেলায় ৬০টি বই প্রকাশ করছে : আদিত্য অন্তর

গত কয়েক বছরের তুলনায় এবারের মেলার আয়োজনকে অনেক গোছানো মনে হচ্ছে। মেলার জায়গা আগের মতো থাকলেও এবার স্টল অনেক স্পেস রেখে সাজানো হয়েছে বলে মনে হচ্ছে।

এবারের মেলায় তরুণ প্রকাশকদের কিছুটা প্রাধান্য দেওয়া হয়েছে, যেটা অনেক আগেই দরকার ছিল। মেলার আয়োজন নিয়ে আমি আশাবাদী। বইয়ের বিক্রি ভালোই হচ্ছে।

ইত্যাদি প্রকাশনী থেকে গত মেলায় বের হওয়া উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে সৈয়দ শামসুল হকের আত্মজীবনী ‘প্রণীত জীবন’, হাসান আজিজুল হকের আত্মজীবনী ‘ফিরে যাই ফিরে আসি’, বেলাল চৌধুরীর স্মৃতিকথা ‘হাওয়ায় হাওয়ায় নিরুদ্দেশ’।

ইত্যাদি এবারের মেলায় ৬০টি বই প্রকাশ করছে। এ বছর যেসব উল্লেখযোগ্য বই প্রকাশ করছে তার মধ্যে রয়েছে  হাসান আজিজুল হকের সাক্ষাৎকার নিয়ে বই ‘উন্মোচিত হাসান’ এবং আত্মজীবনীর দ্বিতীয় খ- ‘উঁকি দিয়ে দিগন্ত’, রিজিয়া রহমানের আত্মজীবনী ‘নদী নিরবধি’, হরিপদ দত্তর আত্মজীবনী ‘জাতিস্মরের জন্ম জন্মান্তর’, আনোয়ারা সৈয়দ হকের আত্মজীবনী ‘ক্ষুব্ধ সংলাপ’, সেলিনা হোসেনের উপন্যাস ‘যমুনা নদীর মুশায়রা’, মুহম্মদ জাফর ইকবালের ‘স্বপ্নের দেশভাগ ও অন্যান্য’, সৈয়দ শামসুল হকের কবিতা ‘ভালোবাসার রাতে’, মোহাম্মদ রফিকের ‘কবিতা সমগ্র’, যতীন সরকারের প্রবন্ধ ‘বিনষ্ট রাজনীতি’, স্বকৃত নোমানের ‘রাজনটী’।

বাংলাদেশ সময় ১৬৪৫, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।