ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

প্রায় ২ কোটি ডলারে বিক্রি হলো তিতিয়ানের ‘ম্যাডোনা অ্যান্ড চাইল্ড’

আহমেদ জুয়েল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১১
প্রায় ২ কোটি ডলারে বিক্রি হলো তিতিয়ানের ‘ম্যাডোনা অ্যান্ড চাইল্ড’

‘ম্যাডোনা অ্যান্ড চাইল্ড’ নামের ৪৫০ বছরের পুরনো একটি চিত্রকর্ম। এঁকেছিলেন ষোড়শ শতকের ইতালিয়ান চিত্রশিল্পী তিতিয়ান ভেচেল্লি।

সবাইকে অবাক করে দিয়ে চিত্রকর্মটি রেকর্ড সৃষ্টি করেছে। চিত্রকলার রেনেসাঁ যুগের এ চিত্রকর্ম নিউইয়র্কের সথবি’স নিলাম হাউসে ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।

টেলিফোনে এই তৈলচিত্রের সর্বোচ্চ দাম হেঁকেছেন ইউরোপীয় এক নাগরিক।

এর আগে ১৯৯১ সালে লন্ডনে তিতিয়ানের ভেনাস অ্যান্ড অ্যাডোইনস নামের চিত্রকর্মের নিলামে দাম উঠেছিল ১ কোটি ১৯ লাখ ডলার।

সথবি’স নিলাম হাউস থেকে বলা হয়েছে, দুর্লভ এই চিত্রকর্মটি একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল। গত এক দশকে চিত্রকর্মের নিলামের ক্ষেত্রে এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা।

চিত্রকর্মটি ১৫৬০ সালের দিকে আঁকা। এই সাড়ে চারশ বছরে চিত্রকর্মটি ছয় জনের হাতবদল হয়েছে। গত ত্রিশ বছর এই চিত্রকর্ম লন্ডন, প্যারিস বা আমস্টারডার্মের কোনো প্রদর্শনীতে দেখা যায়নি।
 
সূত্র : বিবিসি

বাংলাদেশ সময় ০০৪০, জানুয়ারি ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।