ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

শিল্প-সাহিত্য

মাহফুজ পারভেজ-এর কবিতা

খোন্দকার আশরাফ হোসেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, জুন ১৭, ২০১৩
খোন্দকার আশরাফ হোসেন

খোন্দকার আশরাফ হোসেন

বয়েসে প্রবীণ ছিলেন, তবুও ছিলেন অটুট আমাদের আশির দশকে
এতো জল জমা ছিল ‘তিন রমণীর কাসিদা’য়
জানা হলো মৃত্যুর অনন্ত লহমায়।

ভালোবাসা, সে-তো শুধু  মদির অশ্রুময় নির্জলা চুমুক
চৈতন্যের খণ্ড খণ্ড পরিণতি ছাড়া আর কিছু নয়:
আপনার সর্বাঙ্গেই লেগে আছে কৌম সময়ের শ্যাওলার মতো-
ঐতিহ্য পোড়ানো গন্ধসূত্রে অকৃত্রিম উত্তরাধিকার।


ঋতুর রহস্যভেদে পাখিরা বিভোর গ্রহণে প্রহরে
চৌচির উন্মাদ হাসি নগরের দেওয়ালে দেওয়ালে:
মিলায় রাতের রেখা চাঁদের শেকলে
অনন্ত জোছনা-রঙা অম্ললাগা তামার শিয়রে...
কেউ কোনো প্রশ্ন করার আগেই এক মুখ প্রাজ্ঞতায়
শত-মুখ বন্ধ হয়েছে চৌকস বয়ানে বয়ানে।

একুশ শতক, তোমাকে আগেই ‘একবিংশ’ নামের মুদ্রিত শরীরে
নিয়ে এসেছিলেন আশির কবি খোন্দকার আশরাফ।
বিবাগী উত্তরে ব্রহ্মপুত্র মৌলরূপে আপনার নাম ধরে ডাকে
স্রোতে ও যৌবনে: শহর-সত্ত্বায় বাস করা তার উত্তরাধুনিক বাউলকে...

খোন্দকার আশরাফ হোসেন সতত নদী ও মৃত্তিকা পুঁজি করে
কবিতার নীল নিবিড়তা ছুঁতে চেয়েছেন
কালে কালে একবিংশে অনন্তে...

বাংলাদেশ সময: ২০৩২ ঘণ্টা, জুন ১৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।