ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

করোনায় বেতন কাটা যাচ্ছে লা মাসিয়া তারকাদেরও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
করোনায় বেতন কাটা যাচ্ছে লা মাসিয়া তারকাদেরও লা মাসিয়া

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো স্পেনে এখন ত্রাহি ত্রাহি অবস্থা। প্রতিদিনই আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। পুরো দেশ লকডাউন করা হয়েছে। এ অবস্থায় বিশ্বের অধিকাংশ দেশের মতো স্থগিত করা হয়েছে স্পেনের সব ধরনের ফুটবলও।

ফুটবল স্থগিত মানে স্প্যানিশ ফুটবলের সোনার ডিম পাড়া হাঁস ‘লা লিগা’ বন্ধ। কোপা দেল রে’র দশাও একই।

অন্যদিকে স্থগিত রয়েছে চ্যাম্পিয়নস লিগও। ফলে বার্সার আয়ের পথও আপাতত বন্ধ। এ অবস্থায় খেলোয়াড় ও কর্মীদের বেতন থেকে একটা অংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় বার্সেলোনা।  

এবার করোনা ভাইরাসের কারণে সিনিয়রদের পাশাপাশি বেতন কাটা যাচ্ছে কাতালানদের জুনিয়র দল লা মাসিয়া একাডেমি তারকাদেরও।  

বোর্ড ইতোমধ্যে একাডেমির সেমি-প্রফেশনাল খেলোয়াড় এবং কোচদের পারিশ্রমিকের ৩০ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।  

এদিকে একাডেমির পরিচালক প্যাট্রিক ক্লুইভার্টের মতো অন্যান্য ক্লাব নির্বাহীদেরও বেতনের ৫০ শতাংশ কেটে রাখা হতে পারে। তবে বড় অঙ্কের বেতন কাটা যাচ্ছে মূল দল বার্সেলোনার খেলোয়াড়দের। লিওনেল মেসিদের বেতনের ৭০ শতাংশ কেটে রাখার কথা জানায় ক্লাব প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তমেউ। তবে কিকে সেঁতিয়েনের শিষ্যরা এখনও সেই প্রস্তাবে রাজি হয়নি।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।