ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিদ্যুৎ ও জ্বালানি

খুলনাসহ ২১ জেলায় স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, মে ২, ২০১৭
খুলনাসহ ২১ জেলায় স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ খুলনাসহ ২১ জেলায় বিদ্যুৎ স্বাভাবিক বিকেলে, (ফাইল ছবি)

খুলনা: খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা বিদ্যুতবিহীন রয়েছে মঙ্গলবার (০২ মে) বেলা সাড়ে ১১ থেকে। তবে দুপুর আড়াইটার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সংযোগ।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঘোড়াশাল বিদ্যুতকেন্দ্রটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় বিভ্রাটের সৃষ্টি।

উত্তর-দক্ষিণাঞ্চলের সব বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

তবে বিকেল সাড়ে ৩টা নাগাদ ২১ জেলার বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রধান প্রকৌশলী হাসান আলী তালুকদার।

তিনি বাংলানিউজকে জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ ফল্ট করায় ওজোপাডিকোর ২১ জেলায় বিদ্যুৎ নেই। কাজ চলছে, পাওয়ার স্টার্ট হয়েছে। কিন্তু লোড নেয়নি। আশা করা যাচ্ছে সাড়ে ৩টার দিকে বিদ্যুৎ স্বাভাবিক হবে।

এদিকে দুপুর ২টা ৩৩ মিনিটে খুলনা ও বরিশালের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ চলে এসেছে যা পুরো কাজের ৪০ শতাংশ বলে দাবি করেন তিনি।

দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় বৈশাখের খরতাপে জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। বিদ্যুৎ নির্ভর কল কারখানা বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।