ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

উত্তর-দক্ষিণাঞ্চলের সব বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, মে ২, ২০১৭
উত্তর-দক্ষিণাঞ্চলের সব বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

ঢাকা: জাতীয় গ্রিডে ঘোড়াশাল, সিরাজগঞ্জ, আশুগঞ্জ ও ঈশ্বরদী ২৩০ কেভি সঞ্চালন লাইন ট্রিপ করায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সব বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।

মঙ্গলবার (০২ মে) সকাল থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।  

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদফতরের পরিচালক সাইফুল হাসান চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এরই মধ্যে বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সচল করা হয়েছে। বাকীগুলোরও কাজ চলছে।

বিদ্যুৎ বিভাগের উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হুসাইন বাংলানিউজকে জানান, ঝড়ের কারণে মেইন গ্রিডে গাছপালা ভেঙে পড়েছে। এজন্য সকালে জাতীয় গ্রিড ট্রিপ করেছে। বর্তমানে খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলে উৎপাদন বন্ধ রয়েছে।  

তবে কয়েক ঘণ্টার মধ্যে এ পরিস্থিতি স্বাভাবিক করা হবে বলেও জানান তিনি।

এদিকে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এস সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, ঝড়ের কারণে গাছ পড়ে ভৈরবে মেঘনা নদীর ওপর রিভার ক্রসিং টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সিরাজগঞ্জ-আশুগঞ্জ লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসআই/এসএইচ

**আশুগঞ্জ-সিরাজগঞ্জ গ্রিডে বিদুৎ সরবরাহ বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।