ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘নির্বাচনের রোড ব্লক করতেই বিএনপির ২০ দফা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
‘নির্বাচনের রোড ব্লক করতেই বিএনপির ২০ দফা’ বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ছবি: বাংলানিউজ

ঢাকা: নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির ২০ দফা প্রস্তাব নির্বাচনের রোডম্যাপের জন্য নয়, রোড ব্লক করতেই দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সমসাময়িক রাজনীতি নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, প্রস্তাবগুলো বাস্তবায়ন করলে নির্বাচনের ছয়মাস আগে স্কুল-কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।

এসব প্রস্তাব অযৌক্তিক, অস্বাভাবিক।

সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব এ বাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্র বলেও মনে করেন ইনু।

তিনি বলেন, কোনো সময় সশস্ত্র বাহিনীকে এ ক্ষমতা দেওয়া ঠিক হবে না। বিএনপির উদ্দেশ্য সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করা।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এমআইএইচ/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।