ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সৈয়দপুরে আটক জেএমবির ২ সদস্য ডিবি কার্যালয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
সৈয়দপুরে আটক জেএমবির ২ সদস্য ডিবি কার্যালয়ে

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে আটক জেএমবির দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য নীলফামারী ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টায় তাদের সেখানে নেওয়া হয়।

এর আগে সোমবার রাতে (১০ এপ্রিল)  নাশকতা পরিকল্পনার সময় জেএমবি সদস্য আয়নাল হক ওরফে নাহিদ হোসেন (২৫) ও আনিছুর রহমান আনিছকে (৪০) শহরের কলিম মোড় থেকে আটক করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, নাশকতা পরিকল্পনা করার সময় খবর পেয়ে নীলফামারী ডিবি ও সৈয়দপুর থানা পুলিশ তাদের আটক করে।

এর মধ্যে আয়নাল হক ওরফে নাহিদ হোসেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জের ধানমাড়ার কোরবান আলী খন্দকারের ছেলে এবং আনিছুর রহমান নাটোরের সিংড়া উপজেলার ইউনুস আলীর ছেলে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।