ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও ৫৪ জন জামিনে মুক্ত

সাজ্জাদ হোসেন বাপ্পি, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

রংপুর : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সোমবার বিকেলে দু’ দফায় আরও ৫৪ জনকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

প্রথম দফায় যাদের মুক্তি দেওয়া হয় তারা হলেন- পিরোজপুরের জাহিদুল ইসলাম, ভোলার শিপন চন্দ্র, কুমিল্লার গোলাম মোস্তফা, লালমনিরহাটের সাইফুল ইসলাম, কিশোরগঞ্জের সাইফুল ইসলাম, পাবনার ইসলাম, বাগেরহাটের উজ্জল কুমার, বরিশালের সজল চন্দ্র দেব, সুমন দেব নাথ, বিপ্লব কুমার, বিশ্বজিৎ সাহা, পটুয়াখালীর মাসুম বিল্লাহ, আবু জাফর,  বগুড়ার দেলোয়ার হোসেন, সোহেল রানা, টাঙ্গাইলের নাজমুল ইসলাম, ওহেদুজ্জামান, রংপুরের ফেরদৌস, আনিসুর রহমান, নাটোরের জামান মিয়া, পাবনার মামুনুর রহমান, রাজবাড়ির শফিউল আলম, ফরিদপুরের সুমন সাহা, রাজশাহীর আশরাফুল ইসলাম, কুষ্টিয়ার ইরাদুল হক, যশোরের মাহাবুব ও মেহেরপুরের শফিকুল ইসলাম।



দ্বিতীয় দফায় আরও ২৭ জনকে জামিনে মুক্তি দেওয়া হয়।

রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ১০ জন এখনও কারাগারে আটক রয়েছেন।

উল্লেখ্য, গত ৮ জুন রংপুরের বিনোদন কেন্দ্র ভিন্নজগৎ থেকে ২৫ নারীসহ ১৬৭ জনকে আটক করা হয়।

বাংলাদেশ সময় : ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।