ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

বগুড়ায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, জুলাই ১৮, ২০২০
বগুড়ায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলার সাবাসপুর এলাকায় বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে।

শনিবার (১৮ জুলাই) সকালে বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ ঘটনা ঘটে।

সড়ক বিভাগ জানায়, ব্রিজটির ধারণক্ষমতা ছিল ১০ টন।

কিন্তু সিমেন্টবোঝাই ট্রাকটির লোড ছিল ৫০ টন। যার কারণে ব্রিজটি ভেঙে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিমেন্টবোঝাই ট্রাকটি বগুড়া শহর থেকে সারিয়াকান্দি যাচ্ছিল। ওই ব্রিজ পার হওয়ার সময় ট্রাকের লোডে সেটি ভেঙে পড়ে। এতে ট্রাকটি খালে পড়ে যায় এবং ওই সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বাংলানিউজকে জানান, ব্রিজটি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা সচল করার কাজ চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকটির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
কেইউএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।