ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লকডাউন মেনে চলতে ওয়ারীর বাসিন্দাদের প্রতি তাপসের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
লকডাউন মেনে চলতে ওয়ারীর বাসিন্দাদের প্রতি তাপসের আহ্বান

ঢাকা: লকডাউন আরও কঠোরভাবে মেনে চলতে ওয়ারীর বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ওয়ারী লকডাউন নিয়ে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির ২য় পর্যালোচনা সভা শেষে এই আহ্বান জানান মেয়র। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে লকডাউন নিশ্চিত করতে নির্দেশনা দেন তিনি।

তাপস বলেন, আরও কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করুন। যে বাড়িতে কোভিড-১৯ আক্রান্ত রোগী রয়েছে সেই বাড়ির বাসিন্দারা বাড়ির বাইরে যেতে পারবেন না। ই-কমার্স প্ল্যাটফর্মের সুনির্দিষ্ট ব্যক্তির নামের তালিকা প্রদান করতে হবে এবং তালিকার বাইরের কেউ সেখানে যাতায়াত করতে পারবেন না। প্যাসিফিক ফার্মাসিটিক্যালসসহ সকল সরকারি-বেসরকারি কার্যালয় বন্ধ থাকবে।

কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ লকডাউন কার্যকরে বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতার অনুরোধ জানান ডিএসসিসি মেয়র।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
এসএইচএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।