ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ল’ চেম্বার করতে উত্তরায় ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন সাহেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
ল’ চেম্বার করতে উত্তরায় ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন সাহেদ

ঢাকা: ল’ চেম্বার করতেই রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের ৬২ নম্বর বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন বহুমুখী প্রতারণার  অভিযোগে আটক রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম।

গত দুই মাস আগে উত্তরার ফ্ল্যাটটি ৩০ হাজার টাকায় ভাড়া নেন তিনি।  

গত দুই বছর ধরে বাড়িটির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. তারা মিয়া।

তিনি বাংলানিউজকে বলেন, গত দুই মাস আগে সাহেদ করিমের লোকজন এ বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট দেখে বাড়ির মালিক ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা করেন। চুক্তি অনুযায়ী মাসে ৩০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। তবে সাহেদ করিম নিজে এখানে আসেননি।

আটক করার পর প্রতারক সাহেদ করিমকে সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে উত্তরার এ বাড়িতে অভিযান শুরু করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযান শেষে দুপুর ১টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য সাহেদ করিমকে র‌্যাব হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়।

তবে এখানে অভিযানে কিছু পাওয়া গেছে কি না, সে বিষয়ে কিছু বলেনি র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।

উল্লেখ্য, বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীরবর্তী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: 

‘মহাপ্রতারক’ সাহেদ অস্ত্রসহ গ্রেফতার

সাহেদের যত প্রতারণা

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
এসজেএ/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।