ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকছড়িতে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
মানিকছড়িতে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ মানিকছড়ি, মহামুনি ও রাঙাপানি এলাকায় সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ।

খাগড়াছড়ি: করোনা ভাইরাস মহামারিতে দুর্গম পাহাড়ের হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।

২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের দুর্গম মানিকছড়ি, মহামুনি ও রাঙাপানি এলাকায় অসহায় হতদরিদ্র পরিবারে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, চিনি, তেল, সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী মো. কাওসার জাহান।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেজর রাহাত আহমেদ, ক্যাপ্টেন ওয়ালীউল্লাহসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
এডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।