ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যবিপ্রবির ল্যাবে আরও ৮০ জনের করোনা শনাক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
যবিপ্রবির ল্যাবে আরও ৮০ জনের করোনা শনাক্ত

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরও ৮০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে করোনা টেস্টের ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার বাংলানিউজকে বলেন, যশোরের ৩২ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের, মাগুরার ১২ জনের নমুনা পরীক্ষা করে একজনের, বাগেরহাটের ৮০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের ও সাতক্ষীরার ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২১৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা পজিটিভ ও ১৩৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২০  
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।