ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লকডাউনের ২ দিনে ওয়ারীতে ২৮ জনের করোনা পরীক্ষা, পজিটিভ ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
লকডাউনের ২ দিনে ওয়ারীতে ২৮ জনের করোনা পরীক্ষা, পজিটিভ ১৫

ঢাকা: রাজধানীর ওয়ারীতে চলছে লকডাউনের তৃতীয় দিন। লকডাউনের গত দুইদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১নম্বর ওয়ার্ডের এ এলাকায় ২৮ জনের করোনা পরীক্ষায় ১৫ জনের ফলাফল পজিটিভ এসেছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন লকডাউন এলাকার দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল কর্মকর্তা ডা. জুমানা আশরাফী সুইটি।

জুমানা আশরাফী সুইটি বলেন, করোনা পরীক্ষার জন্য গত ৪ জুলাই (শনিবার) ওয়ারী এলাকায় ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়।

তাদের মধ্যে সাতজনের করোনা পজিটিভ আসে। তিনজনকে হাসপাতালে ভর্তি হতে বলা হয়েছে। ৫ জুলাই ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে আটজনের করোনা পজিটিভ আসে। দুইদিনে ২৮ জনের করোনা পরীক্ষায় ১৫ জনের পজিটিভ এসেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়ারী লকডাউন এলাকায় মোট কতজন করোনা আক্রান্ত এ মুহূর্তে বলতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।