ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

নীলফামারী পৌরসভার মেয়র করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩১, জুলাই ৬, ২০২০
নীলফামারী পৌরসভার মেয়র করোনায় আক্রান্ত

নীলফামারী: নীলফামারী পৌরসভার মেয়র, 'মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব’র সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ করোনা আক্রান্ত হয়েছেন। তার গাড়ি চালক রিপনও করোনা পজিটিভ বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ। 

রোববার (৫ জুলাই) বিকেলে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) টেস্টে ওই কোভিড-১৯ পজিটিভ ফলাফল আসে। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

এ ছাড়া পৌর পরিষদ ও মেয়রের বাড়ির অন্যান্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

এর আগে গতকাল শুক্রবার (৪ জুলাই) নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকারের করোনা পজিটিভ ধরা পড়েছে।

বাংলাদেশ সময়: ০৬৩১ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।