ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে আরো ১০৯ জনসহ আক্রান্ত ৫ হাজার ছাড়ালো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০১, জুলাই ৪, ২০২০
সিলেটে আরো ১০৯ জনসহ আক্রান্ত ৫ হাজার ছাড়ালো

সিলেট: সিলেট বিভাগে নতুন করে আরো ১০৯ জনের করোনা সনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫৭ জন সিলেট জেলার এবং ৩২ জন সুনামগঞ্জের বাসিন্দা।

এছাড়া ঢাকার ল্যাব থেকে সিলেটের আরো ২০ জনের করোনা সনাক্ত আসে। এরমধ্যে কোন জেলার কতজন, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৫৬ জনে।   

শুক্রবার (০৩ জুলাই) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের ৬ জন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার, বাকিরা সব সিলেট মহানগর ও সদর এলাকার।

এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে ৩২ জন সুনামগঞ্জের ও ৪ জন সিলেট জেলার।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, বিভাগের আক্রান্তের মধ্যে সিলেট জেলায় ২ হাজার ৭৩৯ জন, সুনামগঞ্জে ১ হাজার ৬৯ জন, হবিগঞ্জে ৭২২ জন এবং মৌলভীবাজারে ৫০৬ জন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ৮৩ জন।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এনইউ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।