ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিথ্যে অভিযোগে পোশাক কারখানার বিরুদ্ধে কর্মসূচি

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, জুলাই ১, ২০২০
মিথ্যে অভিযোগে পোশাক কারখানার বিরুদ্ধে কর্মসূচি

সাভার (ঢাকা): কারখানার বিরুদ্ধে মিথ্যে অভিযোগে সাভারের আশুলিয়ায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কারখানাটির প্রশাসন বিভাগ।

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় এ সংবাদ সম্মেলন করা হয়।  

এর আগে, শুক্রবার (২৬ জুন) বিকেলে আশুলিয়া প্রেসক্লাবের সামনে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সভা করে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের নেতারা।

এ সময় তারা কাশিমপুরের জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড, বেক্সিমকোসহ বেশ কয়েকটি কারখানার বিরুদ্ধে শ্রমিক ছাঁটাইসহ বেশকিছু অভিযোগ আনেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কারখানাটির মহাব্যবস্থাপক নাজমুল শাহাদাৎ সোহেল বলেন, করোনা ভাইরাসের (কোভিড -১৯) এর প্রভাবে দেশের অর্থনীতি যখন থমকে যাওয়ার পথে তখনও আমাদের প্রতিষ্ঠান শতভাগ স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনে কারখানা চালু রেখেছে। এ ভাইরাসের প্রভাবে উদ্ভুত পরিস্থিতির মধ্যেই আমরা কোনো শ্রমিক ছাঁটাই ছাড়াই উৎপাদন অব্যাহত রেখেছি। করোনার প্রভাবে আমাদের প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের শ্রমিক ছাঁটাই করা হয় নাই। গত মার্চ থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের মার্চ ও মে মাসের সব বেতন, বোনাস, উৎসব ভাতাসহ সব প্রকার পাওনা পরিশোধ করা হয়েছে। শ্রমিকদের করোনা প্রতিরোধক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনার মধ্যেও ৫০০ জন শ্রমিককে নতুন করে কারখানায় নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, দুঃখজনক হলেও গত ২৬ জুন শ্রমিক ছাঁটাইয়ের মিথ্যে অভিযোগ এনে কর্মসূচি দিয়ে একটি ফেডারেশন আমাদের কারখানার সুনাম নষ্ট করেছে। যা খুবই দুঃখজনক।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।