ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় ছাঁটাই বন্ধসহ নানা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুন ২৬, ২০২০
আশুলিয়ায় ছাঁটাই বন্ধসহ নানা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সাভার (ঢাকা): ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

শুক্রবার (২৬ জুন) বিকেলে আশুলিয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের উদ্যোগে এ বিক্ষোভ করেন তারা।

শ্রমিক নেতারা জানান, শ্রমিকদের বাসস্থান, রেশনিং, আবাসন ও স্বাস্থ্য সুরক্ষা নেই।

 এরই মধ্যে করোনা মহামারিকে পুঁজি করে প্রতিনিয়ত হচ্ছে শ্রমিক ছাঁটাই। এছাড়া ছাঁটাই হওয়া শ্রমিকদের বেতনসহ নানা পাওনাদীও পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ।  

নেতারা বলেন, আশুলিয়ার কেএসি কম্পোজিট লিমিটেড, তানজিলা টেক্সাইল লিমিটেড, আনজির এ্যাপারেলস, নায়গ্রা টেক্সটাইল লিমিটেড, সানছেরি ফ্যাশন লিমিটেডসহ আরও অনেক পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের সঙ্গে এ আচরণ করেছে।  

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রুবেল আহম্মেদ, আঞ্চলিক কমিটির সভাপতি শাহীন মণ্ডল, ছোবেদা সরকার আকলিমা, মাসুদ পারভেজ, পবিত্র একবর মোহায়মিনুল হক, আক্কাছ আলীসহ ছাঁটাই শ্রমিকবৃন্দ।

এদিকে বিক্ষোভ শেষে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের আশুলিয়া আঞ্চলিক কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।