ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে একই জায়গায় ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জুন ২৫, ২০২০
রাজধানীতে একই জায়গায় ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় দুই দিনে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহত এক জনের নাম আল আমিন (১৬)। বাকি দুজনের নাম পরিচয় জানা যায়নি। তাদের বয়স ২০ ও ৪০ বছর।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, সকাল ৮টার দিকে বিশ্বরোড সংলগ্ন রেললাইন এলাকা আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।  তার বাড়ি কুড়িগ্রামে।

সে দিনমজুরের কাজ করতো।

তিনি আরও জানান, একই জায়গায় বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরেকটি ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে। নিহত ওই দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।  

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জুন ২৫, ২০২০
এজেডএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।