ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুগঞ্জে ট্রাকচাপায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুন ২৩, ২০২০
আশুগঞ্জে ট্রাকচাপায় শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় মোহাম্মদ ইব্রাহীম নামে এক চাতাল শ্রমিক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

ইব্রাহীম উপজেলার মৈশাইর গ্রামের নায়ের আলীর ছেলে।

তিনি মায়ের দোয়া অটো রাইস মিলে শ্রমিক হিসেবে কমর্রত ছিলেন।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সোনারামপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে খড়িয়ালা যাচ্ছিলেন ইব্রাহীম। এসময় আশুগঞ্জ থেকে আসা মালবাহী একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে অটোরিকশা থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান ইব্রাহীম ও আব্বাস। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহীম। গুরুতর আহত হন আব্বাস। পরে এলাকাবাসী আব্বাসকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
   
খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও অটোরিকশাচালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ২৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।