নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৬৬ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে মারা গেছেন তিনজন।
বুধবার (১০ জুন) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ সুস্থ হয়নি।
তবে ৬৬ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ৭৭১ জনের ফলাফলে পজিটিভ এসেছে।
জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৩৭৭১ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৯৩ জনের আর সুস্থ হয়েছেন ১০৮০ জন।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুন ১০, ২০২০
ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।