বুধবার (১০ জুন) দিনগত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিনিময়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি একটি এলজি ও ৪ রাউন্ড গুলি, ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) সাজেদুল পলাশ বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে বুঝা যাচ্ছে দুই দল ডাকাতের অভ্যন্তরীণ কোন্দলে নিহত ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছিলেন।
ওসি আরও জানান, নিহত নিজাম উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যম মুসাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, গভীর রাতে সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের দেলোয়ার চেয়ারম্যান বাড়ির সামনের রাস্তায় পরপর তিনটি গুলির আওয়াজ শোনা গেছে। পরে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ১০, ২০২০
এসএইচডি/ওএইচ/