ঢাকা, শনিবার, ৪ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

উত্তরখানে  হাত-পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৫, জুন ৭, ২০২০
উত্তরখানে  হাত-পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার মৃতদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর উত্তরখানের গোবিন্দপুর এলাকার একটি ঝোপের মধ্যে থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৩৫) মরদেহ উদ্ধারকরেছে উত্তরখান থানা পুলিশ। 

শনিবার (৬জুন) সকাল ১১ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

উত্তরখান থানার ওসি (অপারেশন) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে গোবিন্দপুর বৈকাল রোডের ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর আনুমানিক বয়স ৩৫ বছর। এ সময় তার পরনের সালোওয়ার দিয়ে গলা বাঁধা  ছিল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।  

হাত-পা একটি ওড়না দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে হত্যা করে ঝোপঝাড়ের ভিতর রেখে যায়। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।


বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, জুন ০৭, ২০২০
এজেডএস/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।