ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

হুইপের গাড়িচালকসহ করোনায় নতুন আক্রান্ত ২৫ জন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, মে ৩০, ২০২০
হুইপের গাড়িচালকসহ করোনায় নতুন আক্রান্ত ২৫ জন 

দিনাজপুর: দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির গাড়িচালকসহ ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। 

শনিবার (৩০ মে) বিকেলে দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ মিয়া বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৫০টি নতুন নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৫ জন নতুন করোনা পজিটিভের তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১১ জন, চিরিবন্দরে ৪, বিরামপুরে ৩, পার্বতীপুরে ২, বিরলে ২, কাহারোলে ১, ফুলবাড়ীতে ১ ও নবাবগঞ্জে ১ জন রয়েছেন।  

এদিকে দিনাজপুর সদর উপজেলায় ১১ জনের মধ্যে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর (৩) আসনের এমপি ইকবালুর রহিমের গাড়িচালক ইব্রাহিম করোনা আক্রান্ত হয়েছেন।  

বিষয়টি নিশ্চিত করে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, আমি ও আমার পরিবারের লোকজন ও সহকর্মীদের সবাই গত ২৭ মে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছি। সেই নমুনার মধ্যে আমার গাড়িচালক ইব্রাহিমের করোনা শনাক্ত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ৩০, ২০২০
আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।