ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় তীব্র নিন্দা জানিয়েছে চীন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, মে ২৯, ২০২০
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় তীব্র নিন্দা জানিয়েছে চীন

ঢাকা: লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। শুক্রবার (২৯ মে) এক বার্তায় নিন্দা জানায় দূতাবাসটি।

ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বার্তায় বলেন, লিবিয়ায় ২৬ জিম্মি বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আমরা এই বর্বর ও সন্ত্রাসী কাণ্ডের তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, সেখানে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানাই। একইসঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করি।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে লিবিয়ায় জিম্মি ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেন মানবপাচারকারী। এ ঘটনায় আরও ১১ জন বাংলাদেশি আহত হন।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে একজন বাংলাদেশি পালিয়েছেন। মোট ৩৮ জন বাংলাদেশি জিম্মি ছিলেন সেখানে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মে ২৯, ২০২০
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।