ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেপটিক ট্যাংকে মোবাইল তুলতে গিয়ে মা-ছেলের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মে ২৮, ২০২০
সেপটিক ট্যাংকে মোবাইল তুলতে গিয়ে মা-ছেলের মৃত্যু

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহিনা বেগম (৩০) ও তার ছেলে রাসেল রানা (১৬)।

 

জানা যায়, সন্ধ্যায় অসাবধানতাবশত রাসেলের মোবাইল ফোন কাঁচা সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে প্রথমে রাসেলের মৃত্যু হয়। পরে ছেলেকে তুলতে গিয়ে শাহিনাও পড়ে মারা যান।

রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশীদা বানু কনা বাংলানিউজকে বলেন, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন কাঁচা সেপটিক ট্যাংকের ওপরে থাকা স্লাব ভেঙে হাউজের মধ্যে পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার পর এ ব্যাপারে আরও বিস্তারিত জানাতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ২৮, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।