ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে ৪ রোহিঙ্গাসহ ২৫ জন করোনা আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মে ২৫, ২০২০
কক্সবাজারে ৪ রোহিঙ্গাসহ ২৫ জন করোনা আক্রান্ত

কক্সবাজার: কক্সবাজারে নতুন করে আরও ২৫ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ জন রোহিঙ্গা। 

সোমবার (২৫ মে) কক্সবাজার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।

২৫ জনের মধ্যে কক্সবাজার সদরের ৭ জন, চকরিয়ার ৮, কুতুবদিয়ার ১, মহেশখালীর ১, উখিয়ার ২, বান্দরবানের ২ এবং ৪ জন রোহিঙ্গা।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮১ জনে। এরমধ্যে ২৯ জন রোহিঙ্গা ও ৩৫২ জন স্থানীয়।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান নাজির জানান, সোমবার (২৫ মে) মোট ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। যেখানে চারজন রোহিঙ্গাও রয়েছে।

কক্সবাজার জেলায় ইতোমধ্যে এক নারীসহ করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ২৫, ২০২০
এসবি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।