ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

‘কবজিকাটা’ গ্রুপের সহযোগী প্রধান আয়েশাসহ গ্রেপ্তার ২ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৭, জুলাই ১৪, ২০২৫
‘কবজিকাটা’ গ্রুপের সহযোগী প্রধান আয়েশাসহ গ্রেপ্তার ২ 

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সক্রিয় ‘কবজিকাটা গ্রুপ’-এর সহযোগী চক্রের প্রধান আয়েশা ইয়ামিন ও তার ঘনিষ্ঠ সহযোগী ইউসুফকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২।

রোববার (১৩ জুলাই) রাতে র‍্যাব সূত্রে জানা গেছে, চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

আয়েশা ইয়াসমিন এ চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন, যিনি ‘আয়েশা গ্রুপ’ নামে একটি উপগ্রুপের মাধ্যমে ‘কবজিকাটা গ্রুপ’-এর অপতৎপরতায় সক্রিয় ভূমিকা রাখছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ প্রসঙ্গে বিস্তারিত তথ্য সোমবার (১৪ জুলাই) দুপুরে ব্রিফিংয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন র‍্যাব-২ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

এজেডএস/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।