ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৫০০ কন্টেইনার ভেজাল-নকল স্যাভলন জব্দ, আটক ১

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মে ২৪, ২০২০
৫০০ কন্টেইনার ভেজাল-নকল স্যাভলন জব্দ, আটক ১

করোনা মহামারির এই সময়ে দেশের মানুষের কাছে জীবাণুনাশক পণ্যের চাহিদা যখন তুঙ্গে, তখনই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ‘স্যাভলন’ ব্র্যান্ডের নামের মতো করে বিভিন্ন মানহীন, নকল পণ্য বাজারজাত করার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে স্যাভ্লো, স্যাভ্লি, স্যাল্ভন ইত্যাদি বিভিন্ন নকল ব্র্যান্ড। আর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক জনকে আটক, ৫০০ কন্টেইনার ভেজাল ও নকল স্যাভলন, ৫০০ পিস হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার জব্দ করা হয়।

রোববার (২৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই অসাধু ব্যবসায়ী শ্রেণিকে সহযোগিতা করছে অনেক খুচরা বিক্রেতা অর্থাৎ ফার্মেসির দোকানদার, ডিপার্টমেন্টাল স্টোর ও মুদি দোকানের ব্যবসায়ীরা! এই ধরনের নকল এবং মানহীন পণ্য গুলো তারা নিজেদের দোকানে রাখছেন এবং ক্রেতাদের কাছে বিক্রির মাধ্যমে সরাসরি তাদেরকে প্রতারিত করছেন।

এই ধরনের অসাধু ব্যবসায়ী এবং খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলশ্রুতিতে শনিবার (২৩ মে) চাঁদপুর জেলার ডিবি এই ধরনের একটি বাসার সন্ধান পায় যেখানে ‘স্যাভলন’ ব্র্যান্ডের নকল পণ্য মজুত করে রাখা হয়েছে! এ ঘটনায় কলিম নামের একজনকে আটক করা হয়। অভিযানে এক লিটারের ৫০০ কন্টেইনার ভেজাল ও নকল স্যাভলন, ৫০০ পিস হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার অভিযুক্ত ব্যক্তির বাসা থেকে জব্দ করা হয়েছে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে ভোক্তাদের নিজস্ব স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের নকল পণ্য ক্রয় হতে বিরত থাকতে আহবান জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মে ২৪, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।