ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

মোটরসাইকেল থেকে পড়ে মাইক্রোবাস চাপায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, মে ২৩, ২০২০
মোটরসাইকেল থেকে পড়ে মাইক্রোবাস চাপায় যুবকের মৃত্যু প্রতীকি ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোটরসাইকেল থেকে পড়ে মাইক্রোবাস চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে উল্লাপাড়া উপজেলার নলকা সেতুর উপর এ দূর্ঘটনা ঘটে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, ঢাকা থেকে মোটরসাইকেলযোগে দুই যুবক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

তারা নলকা সেতুর উপর উঠলে পেছন থেকে এক যুবক পড়ে যায়। এরপর পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।  

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।