ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

আড়াইহাজারে ২০ হাজার পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, মে ২৩, ২০২০
আড়াইহাজারে ২০ হাজার পরিবারে ঈদ সামগ্রী বিতরণ আড়াইহাজারে ২০ হাজার পরিবারে ঈদ সামগ্রী বিতরণ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। 

শনিবার (২৩ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গ্রামে ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।

 

এদিকে, ২০ হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী পৌঁছে দিতে পেরে নিজেকে সাধারণ মানুষের কাছে ঋণী দাবি করে আজাদ বলেন, আমি আসলে কৃতজ্ঞ তাদের প্রতি, যারা আমাদের এই ঈদ সামগ্রী গ্রহণ করেছেন। বিএনপি দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে। আল্লাহকে খুশি করতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমিও মানুষের পাশে থাকতে চেষ্টা করেছিলাম। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মে ২৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।