ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আম্পান তাণ্ডবে দেশে মৃত্যু বেড়ে ১৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মে ২১, ২০২০
আম্পান তাণ্ডবে দেশে মৃত্যু বেড়ে ১৭

ঢাকা: ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে সারাদেশে মৃত্যু বেড়ে ১৭ জন হয়েছে। এরমধ্যে যশোরে দুইজন, রাজশাহীতে একজন, ভোলায় একজন, পটুয়াখালীতে দুইজন, পিরোজপুরে তিনজন, ঝিনাইদহে একজন, চট্টগ্রামে একজন এবং সাতক্ষীরায় একজন রয়েছেন। বাকিরা কোন এলাকার এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার (২১ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বাংলানিউজকে এ তথ্য জানান।

বুধবার (২০ মে) বিকেল থেকে আম্পানের তাণ্ডবে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

অবশ্য বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গা থেকে পাওয়া খবর অনুযায়ী, এ ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। অর্থাৎ এর পরবর্তী সময়ে আরও পাঁজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মে ২১, ২০২০
পিএস/টিএ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।