ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, মে ১৫, ২০২০
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করার দাবি জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পোঁওতা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে নাজমুল হক (৫২) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। নাজমুল চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বাররশিয়া ইসলামপুর গ্রামের বাসিন্দা।

 

এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম বাংলানিউজকে জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেলে করে বিপুল মাদকদ্রব্য বগুড়ায় নেওয়া হচ্ছে, গোপনে এমন সংবাদ পেয়ে শুক্রবার সকালে পোঁওতা রেলগেট এলাকায় একটি টিম পাহরায় বসে।

সেখানেই দুপুরের দিকে বাজাজ ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেলযোগে ওই স্থান অতিক্রম করার সময় নাজমুলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। সে সময় তার প্যান্টের পকেটে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

আটকের পর নাজমুলের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দেওয়া হয়েছে বলেও জানান সামসুল আলম।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১৫, ২০২০
কেইউএ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।