ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢামেকে পুলিশ ইন্সপেক্টর বাচ্চু মিয়া করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, মে ৪, ২০২০
ঢামেকে পুলিশ ইন্সপেক্টর বাচ্চু মিয়া করোনায় আক্রান্ত ঢামেকে পুলিশ ইন্সপেক্টর বাচ্চু মিয়া করোনায় আক্রান্ত

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দু’দিন আগে করোনা পরীক্ষা করা হলে সোমবার সন্ধ্যার পরীক্ষায় কোভিডি-১৯ পজিটিভ এসেছে বলে তাকে জানানো হয়েছে।

সোমবার (০৪ মে) রাতে বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ০২ মে ঢাকা মেডিকেল কলেজে ভাইরোলজি বিভাগে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। আজ সন্ধ্যার পরে রিপোর্ট দিয়েছে, পজিটিভ এসেছে।

এসময় তিনি তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং সকল মানুষ যেন সুস্থ থাকে সবাইকে দোয়া করতে বলেছেন।

পুলিশ ক্যাম্পের একটি সূত্র জানান, দেশে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই ইন্সপেক্টর বাচ্চু মিয়া সার্বক্ষণিক হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। কখনো তিনি ছুটিতে কোথাও যাননি। এই করোনার প্রাক্কালে হাসপাতালে নিরাপত্তার জন্য তার ফোর্স নিয়ে সবসময় তিনি সজাগ ছিলেন। হাসপাতালের কোন স্থান থেকে কোন সংবাদ পেলেই দ্রুত সেখানে ছুটে গেছেন। পুরাতন ভবন বলেন কিংবা নতুন ভবন বলেন আর বার্ন ইউনিটে বলেন সব জায়গায় ছোটাছুটি করেছেন। তার দায়িত্ব থেকে কখনো পিছুপা হননি তিনি। রাত-দিন ২৪ ঘণ্টা উনি ডিউটি করতেন।

একপর্যায়ে ইন্সপেক্টর বাচ্চু মিয়া কান্নাজড়িত কণ্ঠে ফোনে জানান, হাসপাতলে আনাচে-কানাচে আমি সব সময় ছুটে গিয়েছি। হয়তোবা সে সব জায়গা থেকেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়েছে। আমাকে রাতে রাজারবাগ হাসপাতালে নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, মে ০৪, ২০২০
এজেডএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।