ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছাগলনাইয়ায় একজন করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
ছাগলনাইয়ায় একজন করোনায় আক্রান্ত

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ১৩ এপ্রিল চট্টগ্রামের সীতাকুন্ড এলাকার বিআইটিআইডিতে পরীক্ষা পাঠানো হয়।

বৃহস্পতিবার তার ফলাফল আসে পজেটিভ।

ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্ত ব্যক্তি ছাগলনাইয়ার বাসিন্দা। তার বয়স ২৯ বছর। তিনি ঢাকায় থাকতেন। লকডাউনের পরে তিনি ছাগলনাইয়া আসেন।

স্বাস্থ্য বিভাগ থেকে আরো জানানো হয়, আক্রান্ত ব্যক্তি ঢাকার থেকে লকডাউনের পরে ছাগলনাইয়া এসেছেন। এখন শনাক্ত করা রোগী বাড়িতেই অবস্থান করছেন। সেখানে তিনি আইসোলেশনে আছেন। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাকে দেখাভাল করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত রোগী বাড়িতেই থাকবেন বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।