ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা ছাড়লেন ইউরোপের বিভিন্ন দেশের ১১০ নাগরিক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
ঢাকা ছাড়লেন ইউরোপের বিভিন্ন দেশের ১১০ নাগরিক

ঢাকা: বাংলাদেশে আটকে পড়া ইউরোপের বিভিন্ন দেশের ১১০ নাগরিক ঢাকা ছেড়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) তারা বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক এক বার্তায় জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন ও ঢাকার জার্মান দূতাবাসের সহায়তায় ইউরোপের বিভিন্ন দেশের ১১০ নাগরিক ঢাকা ত্যাগ করেছেন।

বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি বাংলাদেশ বিমান ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক, ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ ও ঢাকার ইউরোপের বিভিন্ন দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
টিআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।