ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নদী তীরের মাটি কাটায় সোয়া লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
নদী তীরের মাটি কাটায় সোয়া লাখ টাকা জরিমানা

বরিশাল: হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নদী তীরের মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় দু’জনকে জরিমানা করা হয়েছে এক লাখ ২৫ হাজার টাকা।

শুক্রবার (৩ এপ্রিল) হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  

জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন নদীর তীরে মাটি কাটা অবস্থায় মো. সবুজ (৩০) ও মো. মোক্তার হোসেনকে (৩৫) পাওয়া যায়।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো. সবুজকে ৫০ হাজার ও মো. মোক্তার হোসেনকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন হিজলা থানা ও হিজলা কোস্ট গার্ড সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ