ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোর জেলা প্রশাসনে স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করলেন পলক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
নাটোর জেলা প্রশাসনে স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করলেন পলক 

নাটোর: করোনা ভাইরাস সংক্রমণরোধ নাটোরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কাছে স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে নাটোর সার্কিট হাউসে তিনি নিজ উদ্যোগে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানের কাছে এসব স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করেন। স্বাস্থ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৮ হাজার মাস্ক, ৮ হাজার গ্লোভস্ (৪ হাজার জোড়া) ও ৫শ পিপিই।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ সরকারী কর্মকর্তারা ও গণমাধ্যম কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।