ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: সিংড়ায় খাদ্য সহায়তা দেবেন প্রতিমন্ত্রী পলক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২০
করোনা: সিংড়ায় খাদ্য সহায়তা দেবেন প্রতিমন্ত্রী পলক

নাটোর: করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট সংকট মোকাবিলায় নাটোরের সিংড়া উপজেলায় কর্মহীন হয়ে পড়া ৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে সিংড়া কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে এ কথা জানান তিনি।  

এসময় প্রতিমন্ত্রী বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলার ৫ হাজার পরিবারের মধ্যে চাল, মাস্ক ও সাবান বিতরণ করা হবে।

 

এছাড়া নামাজ শেষে কর্মহীন ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।  

এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাওলানা রুহুল আমিন বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে সিংড়ায় ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এছাড়া পরবর্তীতে আরও পরিবারকে দেওয়া হবে এমন সহায়তা।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।