ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবচরে ৩ দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
শিবচরে ৩ দোকানিকে জরিমানা

মাদারীপুর: দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন মনিটরিং করছেন মাদারীপুরের শিবচরের বিভিন্ন বাজার।

শনিবার (২১ মার্চ) সকাল থেকেই শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের নেতৃত্বে প্রশাসনের টিম মূল্য নিয়ন্ত্রণে বাজার ঘুরে দেখেন।

এ সময় পৌরসভার শিবরায়ের কান্দি মোড় এলাকায় নিত্যপণ্য বাদে অন্য দোকান খোলা রাখার দায়ে ঠান্ডু খান, শহিদুল ও রাজ্জাক হাওলাদার নামে তিন দোকানিকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনা ভাইরাস বিস্তার রোধে উপজেলার চারটি এলাকাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে প্রশাসন। এলাকাগুলোর প্রবেশপথ রয়েছে পুলিশের নিয়ন্ত্রণে। ওই এলাকা থেকে বাইরে বের হওয়া ও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এদিকে করোনা ভাইরাসকে পুঁজি করে এক শ্রেণি আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে। বাজারকে করে তোলার চেষ্টা করছে অস্থিতিশীল। এজন্য বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যানের একটি দল শিবচরের বাজারগুলো ঘুরে দেখছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, আমরা প্রতিদিন প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণ শিবচর বাজারসহ সব বাজারে অভিযান পরিচালনা করবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, নির্বাহী মাজিস্ট্রেট আবদুল্লাহ আবু জাহের, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

করোনা ভাইরাস প্রতিরোধে প্রবাসী অধ্যুষিত উপজেলার চারটি এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। ওই চার এলাকা নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ। এছাড়া পুরো উপজেলাতেই জনসমাগম নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিত্যপণ্য ও ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ ও গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী চাল, ডাল, আটা, ময়দা, পেঁয়াজ, রসুন, আদা, তেল, মসলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।