ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

ঢাকায় রাজা নরোদম সিহানুক রোড উদ্বোধন হচ্ছে বুধবার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০১, ফেব্রুয়ারি ২৫, ২০২০
ঢাকায় রাজা নরোদম সিহানুক রোড উদ্বোধন হচ্ছে বুধবার

ঢাকা: কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে রাজধানীতে  ‘রাজা নরোদম সিহানুক রোড’ উদ্বোধন হচ্ছে বুধবার (২৬ ফেব্রুয়ারি)। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাজধানীর বারিধারা পার্ক রোডকে রাজা নরোদম সিহানুকের নামে নামকরণ করা হচ্ছে। এ উপলক্ষে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

নামকরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কম্বোডিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াত সোফিয়া। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা উপস্থিত থাকবেন।

এদিকে কম্বোডিয়ার রাজধানী নমপেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি রোডের নামকরণ করা হচ্ছে। মুজিববর্ষ সামনে রেখে  কম্বোডিয়া সরকার এ উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।