ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

যাত্রী পেটানো সেই টিকিট কালেক্টর বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, ডিসেম্বর ১৯, ২০১৯
যাত্রী পেটানো সেই টিকিট কালেক্টর বরখাস্ত

নীলফামারী: টিকিট না পেয়ে প্লাটফর্মে এক যাত্রীকে মরাধর করা সেই টিকেট কালেক্টর (টিসি) সোহাগ হোসেনকে বহিষ্কার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (১৮ ডিসেম্বর) পাকশী রেলওয়ে অঞ্চলের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার কর্তৃক স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। সোহাগ নীলফামারীর সৈয়দপুর এলাকার মিস্ত্রিপাড়ার বাসিন্দা।

 
 
এরআগে, গত ১৫ ডিসেম্বর ট্রেন থেকে নেমে যাচ্ছিলেন এক যাত্রী। তখন ওই যাত্রীর কাছে টিকেট দেখতে চেয়ে না পেয়ে মারধর করেন প্ল্যাটফর্মে দায়িত্বরত টিকেট কালেক্টর (টিসি) সোহাগ। এমনই একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, যাত্রীর ওপর রীতিমতো চড়াও হন তিনি। এরপর কখনো গলা চেপে ধরে, কখনো শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে ওই যাত্রীকে প্ল্যাটফর্মের একদিকে নিয়ে আসেন। পরে কয়েকজন রেলপুলিশ এসে পরিস্থিতি সামাল দেন। ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ টিসি সোহাগকে বরখাস্ত করে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।