ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিএসসিএসসির সঙ্গে বিপিএটিসির সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
ডিএসসিএসসির সঙ্গে বিপিএটিসির সমঝোতা স্মারক সই

ঢাকা: পারস্পরিক শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাকার মিরপুর সেনানিবাসস্থ সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং সাভারস্থ বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বুধবার (০৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভারস্থ বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে পারস্পরিক শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা বাড়াতে ঢাকার মিরপুর সেনানিবাসস্থ সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং সাভারস্থ বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে ডিএসসিএসসির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্ল্যাহসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং বিপিএটিসির পক্ষে রেক্টর মো. রাকিব হোসেন, এনডিসিসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ