ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফাহাদ হত্যার বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
ফাহাদ হত্যার বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।

সোমবার (১৪ অক্টোবর) সকালে সনাকের ইয়েস গ্রুপের উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সনাক বরিশালের সভাপতি প্রফেসর শাহ্ সাজেদার সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সনাকের ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শুভংকর চক্রবর্তী।

এছাড়া মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন মানবাধিকার জোট বরিশাল জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, আইসিডির প্রধান উপদেষ্টা অনোয়ার জাহিদ, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, সনাক সদস্য সাইফুর রহমান মিরণ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, বেলার বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন, বরিশাল মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক কাওছার পারভীন, ইয়েস দলনেতা মো. মনিরুল ইসলাম সোহান প্রমুখ।

বক্তারা বলেন, ‘আবরার হত্যাকাণ্ড একদিকে বাক-স্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত এবং অন্যদিকে ছাত্রসংগঠন তথা শিক্ষাঙ্গণের ওপর অসুস্থ রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর পরিণতি। এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূল শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষাঙ্গণে দলীয় রাজনীতিমুক্ত সুস্থ ছাত্ররাজনীতি চর্চার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমরা সরকারের কাছে স্বাভাবিক মৃত্যুর নিশ্চতা চাই। আর যাতে এভাবে কোনো মায়ের কোল খালি না হয়, সরকারকে তার নিশ্চয়তা দিতে হবে। ’

মানববন্ধনে সেইন্ট বাংলাদেশ, আইসিডিএ, বরিশাল মহিলা কল্যাণ সংস্থা, ঢাকা আছানিয়া মিশন, বেলা, গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অরগানাইজিং গ্রুপসহ বরিশালের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইয়েস সহ-দলনেতা ইনজামুল সাফিন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।